Technology Used by Successwful Businesses

নারী ও শিশু সহায়তা সেল






ময়মনসিংহ জেলা পুলিশ চালু করতে যাচ্ছে ‘’নারী ও শিশু সহায়তা সেল”। এই সেলে নিম্মোক্ত সেবা সমূহ পাওয়া যাবেঃ-

১। স্বামী বা স্বামীর পরিবারের লোকজন কর্তৃক এবং শারিরীক, মানসিক ও যৌতুকের জন্য নির্যাতন।
২। নারী ও শিশুর প্রতি যেকোন পারিবারিক, শারিরীক ও মানসিক নির্যাতন।
৩। পারিবারিক কলহ ও বিরোধ, ভূল বোঝাবুঝির প্রেক্ষিতে সৃষ্ট দাম্পত্য কলহ।
৪। স্ত্রী ও সন্তানদের খোজখবর না রাখা বা খোরপোষ না দেওয়া সংক্রান্ত সমস্যা।
৫। নারী ও মেয়েদের ইভটিজিং সংক্রান্ত সমস্যায় আইনী সহায়তা প্রদান।
৬। নারী ও শিশুর নিরাপত্তাহীনতা ও অন্যান্য যেকোন সমস্যা সমাধানে নারী ও শিশু সহায়তা সেল আপনার পাশে আছে।


কুমিল্লা জেলায় সফলতা লাভ করায় ‘’নারী ও শিশু সহায়তা সেল” এখন ময়মনসিংহ জেলায় বাস্তবায়িত করছে জেলা পুলিশ, ময়মনসিংহ। কুমিল্লা জেলায় গত এপ্রিল/২০১৬ হতে জুন/২০১৮ পর্যন্ত সময়ে ‘’নারী ও শিশু সহায়তা সেল” প্রাপ্ত ৪৮৭ টি অভিযোগের (কোর্ট হতে প্রাপ্ত ২৬৫ টি এবং সেলে সরাসরি প্রাপ্ত ২২২ টি) মধ্যে ৩০৩ টি আবেদনের বিষয়ে আপোষে নিষ্পত্তি করেছে যার মধ্যে ২১৫ টি ক্ষেত্রে বর্তমানে একত্রে বসবাস করছে এবং ৮৮ টি ঘটনায় আপোষে বিবাহ বিচ্ছেদ হয়েছে।

মাত্র ৩ টি অভিযোগের ক্ষেত্রে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আপনাদের সকলকে প্রযোজ্য ক্ষেত্রে ‘’নারী ও শিশু সহায়তা সেল” এর পরামর্শ গ্রহন করার জন্য দৃষ্টি আকর্ষন করা হচ্ছে।


প্রচারেঃ
জেলা পুলিশ, ময়মনসিংহ
আপনার আস্থা ও নির্ভরতার প্রতীক

Author:

Founder and Chief Editor At Hacker News Bd And Interested In Hacking.

Facebook Comment