Technology Used by Successwful Businesses

What is BEETLES?



হঠাৎ এক বড় হোয়াইট হ্যাট হ্যাকারের টাইমলাইনে ভিডিও , Beetles এর । as a fan ভিডিও টি দেখলাম, ওয়াও বললাম আর ভাবলাম হবে কোন বিদেশি কোম্পানি।




 কয়েক ঘন্টা পর আর একজন হ্যাকারের ওয়ালে । তখন মনে হলো জিনিস টা কি আসলে ।আজ আমার মনে হয়েছে কাল আপনার মনে হবে আর পরে দিন দেশের সবার।
তো এইটা নিয়ে কিছু । লিখতে মন চালো , এদের ওয়েবসাইট beetles.io   এর মতে তাদের মিশন অ্যান্ড Vision হচ্ছে ,



According to some information In there team have Those Hackers Nahidul KibriaShahee MirzaFaisal AhmedKaisar Reagan, Tarek  Siddiki and Md Ishrat Shahriyar .


"BEETLES - The Hacker's Approach" আসলে কি, সেটা জানতে চাইলে আপনাকে যেতে হবে BASIS SoftExpo 2017 এর Beetles স্টলে।
Stall no-37, Harmony hall, Bangabandhu International Conference Center, BASIS SoftExpo from Feb 1 - 4. #SoftExpo2017

এখন আমি দেখেবো BEETLeS নিয়ে  কিছু স্ট্যাটাস ঃ


Tarek  Siddiki

Alhamdulillah! The first promo of Beetles is out now. We started our journey a while back, but we waited for the launching at BASIS SoftExpo 2017
Beetles is sure to be the best thing for a safe, secure Digital Bangladesh.
And I am really proud for having the most cherished peoples of Bangladeshi security enthusiasts community along with me in this project. Thank you Nahidul KibriaShahee MirzaFaisal AhmedKaisar Reagan and Md Ishrat Shahriyar for being a part of the journey. In-sha-Allah we will keep the reputation that we have, that we achieved. And mostly, thank you Md Muqeet Halim bhai, without whose vision and unyielding support, belief and efforts, this would not have been possible. I am truly grateful for that.


 Shahee Mirza

Introducing "BEETLES - The Hacker's Approach".
আজকে BEETLES-এর প্রথম প্রোমো ভিডিও প্রকাশ করলেও, এর শুরুটা কিন্তু এক বছর থেকেও কিছু আগে। তখন আমরা অল্প কয়েকজন মানুষ, যারা ইনফোরমেশন সিকিউরিটি-টা একই সাথে নেশা বা পেশা হিসেবে নিয়েছি; তারা দেখলাম, দেশে অনেক অনেক নতুন টেলেন্ট আছে এবং আসছে, তরুনরা ইনফোসেক-এ আসছে কিন্তু তাদের জন্য কোনো শক্ত প্লাটফর্ম নেই। আমাদের ইন্ডাস্ট্রি ইনফোসেক-এর বেপারটা ঠিকঠাক ধরতে পেরেছে বলে মনে হচ্ছিল না। এটা ক্রমশই যেন সেমিনার, ট্রেনিং সেন্টার, ভালনিরাবিলিটি স্ক্যান, কমপ্লায়েন্স আর নিরাপত্তা সফটওয়্যার বা হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট করার উপরে নির্ভর হয়ে যাচ্ছিলো। এটা কি হতাশার কারন নয়? বাংলাদেশী হ্যাকারসরা যখন ২০১৩ থেকে আন্তর্জাতিক হ্যাকিং বা বাগবাউন্টি প্লাটফর্মগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে, তখন দেশের ভেতরে কি হচ্ছে? আমরা কি একটা সম্ভাবনাময় প্রজন্মকে শুধুমাত্র একটা প্লাটফর্ম দিতে পারছিনা বলে হারিয়ে ফেলছিনা? আজকে যে ইনফোসেক-এ কাজের সপ্ন দেখছে, যার যোগ্যতা আছে, তাকে কি আমরা সঠিক পথ দেখাতে পেরেছি? ইনফোসেক মানে শুধুই ভালনিরাবিলিটি স্ক্যান বা এক্সপ্লইটেষন নয়, এটা একটা বিজ্ঞান এবং প্রোকৌশল নয় কি? এখানে রিসার্চ আছে, ইনোভেশন আছে, এটাকি কোনোভাবে তুলে ধরা যায়? বা যারা এতে যুক্ত তারা কি এক লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারি না? রিসার্চার-রা নিরাপত্তা ভাঙ্গা এবং গড়ে তুলার জন্য যে সকল উপায় ইনোভেটিভলি বের করছে, সেগুলোকে কি একটা গোছানো রুপ দেয়া যায় না? আর যদি আমরা সত্যই প্লান করে একটা প্লাটফর্ম দাঁড় করিয়ে ফেলতে পারি, তবে সেটাকে কেন দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে পৌছাতে পারবো না? আজকে আমরা অল্প কয়েকজন, কাল কেন অনেককে এখানে ইনভল্ব করতে পারবো না? এমন অনেক অনেক প্রশ্নের উত্তর খোঁজতে গিয়ে BEETLES-এর জন্ম হয়। BEETLES আমাদের জন্য কেবলমাত্র একটা ইনফোসেক প্লাটফর্ম নয়, তার চেয়েও বেশী কিছু.......



ভিসিট ফর মোর ইনফর্মেশন https://beetles.io/
hackernewsbd এর পক্ষ্য থেকে রইলো তাদের জন্য "Best Of Luck BOSS's"

ধন্যাবাদ ।

Author:

Founder and Chief Editor At Hacker News Bd And Interested In Hacking.

Facebook Comment