Technology Used by Successwful Businesses

Indian Hacker হ্যাক করেছে তথ্যপ্রযুক্তি বিভাগের Website

তথ্যপ্রযুক্তি বিভাগের ওয়েবসাইট হ্যাকড হয়েছে। শনিবার দুপুর নাগাদ ওয়েবসাইটটিতে প্রবেশ করতে গেলে সেখানে একটি নোটিশ দেখা যায়।
ওয়েবসাইটে প্রবেশ করতে না পেরে সাইট হ্যাকডের বিষয়টি জানান একজন পাঠক।


ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে দেখা যায়, সেখানে হলুদ কালিতে লেখা ‘হ্যাকড বাই রাহু’। তিনি নিজেকে একজন ভারতীয় হিসেবে দাবি করেছেন। আর হ্যাকের কাজটিও করা হয়েছে ভারতে বসে। হ্যাকার দলটির নাম ‘লুলজসেক ইন্ডিয়া’।
ওয়েবসাইটটি নিরাপত্তার দিক থেকে ব্যর্থ হয়েছে বলেও বলা হয়েছে নোটিশটিতে।
দলটিতে যারা রয়েছেন তাদের সবার নাম আবার একেবারে নীচে স্ক্রলে দিয়েছে দুর্বৃত্ত হ্যকারারা।

তথ্যপ্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, সাইটটি উদ্ধারে বিশেষজ্ঞ দল কাজ করছে। খুব দ্রুতই এটি উদ্ধার করা যাবে বলেও জানান তিনি।

Author:

Founder and Chief Editor At Hacker News Bd And Interested In Hacking.

Facebook Comment