Technology Used by Successwful Businesses

হজ্জের প্রাক অনলাইন নিবন্ধন আবেদনের সার্ভার বন্ধ হয়েগেছে



প্রথমবারের মতো হজ্জযাত্রীদের অনলোইনে প্রাক নিবন্ধনে সাড়া ফেলেছে। তবে বেশি আবেদন পড়ায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে সার্ভারই সাময়িক বন্ধ করে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। কার্যক্রম বন্ধ করে দিয়ে রোববার দুপুরে সাইটটিতে একটি বিজ্ঞপ্তি ঝুলিয়ে দিয়েছে মন্ত্রণালয়।

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাক-নিবন্ধন সার্ভারে অস্বাভাবিক ভাবে অনেক বেশি রিকোয়েষ্টের কারণে ব্যাংকসহ এজেন্সিসমূহের সকল কার্যক্রম মেন্টেনেন্সের জন্য সাময়িক ভাবে বন্ধ আছে। অতিদ্রুত প্রাক-নিবন্ধন সার্ভার চালু হবে।

এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছে ১৩০ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জযাত্রী নিবন্ধন হয়েছে ৩২ হাজার ৭৮৭ জন।
তবে ওয়েবসাইটে প্রাক-নিবন্ধন কার্যক্রম চালুর ৩০ মিনিট আগেই জানিয়ে দেওয়া হবে।


গত ২৩ মার্চ থেকে শুরু হয়ে হজ্জযাত্রীদের এই প্রাক নিবন্ধন কার্যক্রম চলবে ৩০ মার্চ পর্যন্ত।

সৌদি সরকারের নতুন ঘোষিত ই-হজ্জ সিস্টেমের আওতায় এবছরই প্রথম অনলাইনে হজ্জে অংশগ্রহণের জন্য নিবন্ধন সেবা চালু করা হয়েছে। চুক্তি অনুসারে এবছর এক লাখ এক হাজার ৭৫৮জন হজ্জে যাবেন। এর মধ্যে ১০ হাজার জন সরকারিভাবে আর বাকিরা যাবেন বেসরকারিভাবে।

Author:

Founder and Chief Editor At Hacker News Bd And Interested In Hacking.

Facebook Comment